1:59 AM, 13 November, 2025

শার্শায় আওয়ামীলীগ সংগঠন এত মজবুত যে কোন শক্তি নেই পরাজিত করতে পারবেঃএমপি আফিল উদ্দিন

FB_IMG_1558884325626
শাহারিয়ার হুসাইন :  
যশোরের শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন জননেত্রী শেখ হাসিনার নির্দেষে শার্শা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনকে আমি সুসংগঠিত করেছি।
সংগঠন এখন এত মজবুত যে শার্শা উপজেলা আওয়ামীলীগকে  কোন শক্তি নেই পরাজিত করতে পারবে। রোববার বিকালে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শার্শা উপজেলা যুবলীগ আয়োজিত এক ইফতার মহাফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
এসময় অন্যন্যাদের উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ – উর – দৌল্লা সরদার অলোক, শার্শা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহদি হাসান, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।