ব্যাটিংয়ে দিশেহারা কোহলির দল

স্পোর্টস ডেস্কঃ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। লন্ডনের কেনিংটন ওভালে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু কোহলির সিদ্ধান্তকে সম্মান জানাতে পারেননি টপ অর্ডাররা।
শুরুতেই ধ্বস নামে ভারত শিবিরে। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি বিরাট কোহলির দল।
মূলত ইন্ডিয়ান টপ অর্ডারের সামনে বাঁধা হয়ে দাঁড়ান পেসার ট্রেন্ট বোল্ট। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরান রোহিত শর্মাকে। নিজের পরের ওভারেই তুলে নেন আরেক ওপেনার শিখর ধাওয়ানের উইকেট। এরপর বোল্ড করেন লোকেশ রাহুলকেও।
এরপর কলিন ডি গ্র্যান্ডহোমের বলে অধিনায়ক বিরাট কোহলি সাজঘরে ফিরে গেলে ৫০ এর আগেই ৪ উইকেট হারায় ভারত।
নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি হার্ডিক পান্ডিয়া, দিনেশ কার্তিক এবং ধোনি। পান্ডিয়া ৩০, কার্তিক ৪ এবং ধোনি আউট হয়েছেন ১৭ রান করে।
আর তাই ১০০ র আগেই ৭ উইকেটের দলে পরিণত হয় ভারত। প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ২২ ওভারে ৭ উইকেটে ৯১ রান।
