2:19 AM, 13 November, 2025

ডিএনসিসি মার্কেটে আগুন নির্বাপণের ব্যবস্থা ছিল নাঃদিলীপ কুমার ঘোষ

investigation-20190330103953

নিজস্ব প্রতিনিধিঃ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন) দিলীপ কুমার ঘোষ বলেছেন, ‘রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে লাগা আগুন নির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। তবে ভোরে রাস্তা ফাঁকা থাকায় এবং লোকজনের ভিড় না থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।’

এদিকে আগুন লাগার ঘটনা তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে দিলীপ কুমার ঘোষ সাংবাদিকদের বলেন, ‘কাঁচাবাজারটিতে আগুন নির্বাপণের কোনো ব্যবস্থা নেই। আগুন লাগার খবর পাওয়ামাত্র তিনটি ফায়ার স্টেশন একসঙ্গে ঘটনাস্থলে চলে আসে। ভোরে রাস্তা ফাঁকা থাকায় এবং লোকজনের ভিড় কম থাকার কারণে আগুন দ্রুত নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে পানির স্বল্পতা ছিল। তাতে একটু সমস্যা হয়েছিল।’

দিলীপ কুমার ঘোষ বলেন, ‘আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অর্থ) শামীম হাসানকে।’

দিলীপ কুমার ঘোষ জানান, এর আগে (২০১৭ সালে) যখন ভবনটিতে আগুন লেগেছিল (গুলশান শপিং সেন্টার), তখন ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল। ভবনটিতে আগুন নির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। আগুন নির্বাপণ ছাড়া মার্কেট চালাতে নিষেধ করা হয়েছিল তদন্ত কমিটির সুপারিশে। আজ কাঁচাবাজারের আগুন এ ভবনের তিনতলার দুটি দোকানে ছড়িয়ে পড়েছিল। তবে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। ভবনটিতে ফায়ার সার্ভিসের একটি দলকে অবস্থান করতে বলা হয়েছে।

ডিএনসিসির ওই মার্কেটে ১৫০টির বেশি দোকান রয়েছে। এর মধ্যে পুরো কাঁচাবাজার এলাকার সব দোকান ভয়াবহভাবে পুড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *