9:42 AM, 13 November, 2025

পদত্যাগের ঘোষণা রাহুল গান্ধীর

rahul-gandhi_3

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের ফল বিপর্যয় ঘটেছে। নির্বাচনে এমন বিপর্যয়ের পর দলটির সভাপতির পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন রাহুল গান্ধী। যদিও সোনিয়া গান্ধী এইভাবে সিদ্ধান্ত নিতে বারণ করেন বলে জানা যায়।

কিন্তু রাহুল গান্ধীর পদত্যাগের এই খবরকে উড়িয়ে দেন কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে কংগ্রেসের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে।

মা সোনিয়া গান্ধীসহ কংগ্রেসের সিনিয়র নেতাদের একটি গ্রুপের কাছে তিনি বলেন, ‘নির্বাচনে হারের পুরো দায় স্বীকার করেছেন তিনি। কাজেই দলীয় প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়াতে চাচ্ছেন।’

সূত্র বরাত দিয়ে খবরে বলা হয়, রাহুল গান্ধীর প্রস্তাব নিয়ে আলোচনা করতে সপ্তাহখানেকের মধ্যেই বৈঠকে বসার আভাস দিয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

এদিকে নির্বাচনে নিজ আসনে বিজয়ী বিজেপি প্রার্থী শ্রীমতি ইরানির কাছে নিজ হার স্বীকার করেছেন রাহুল গান্ধী। এ সময় বিজয়ী প্রার্থীকে আমেথিকে ভালোবাসার সঙ্গে দেখভাল করার আহ্বান জানান তিনি।

গত চার দশক ধরে এই আসনটিতে কংগ্রেস বিজয়ী হয়ে আসছিল। তবে কেরালার ওয়েনাড থেকে বিজয়ী হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।