ধানের ন্যায্যমূল্যের দাবীতেপলাশবাড়ীতে বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
কৃষক বাঁচাও দেশ বাঁচাও শ্লোাগানকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় চৌমাথা মোড়ে মানববন্ধন কর্মসূচী চলরাকালে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সামাদ মারো, সদস্য সচিব আবু আলা মওদুদ, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম রাজা, মুকুল আহম্মেদ, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা শাকিল, উপজেলা যুবদলের আহবায়ক মশফিকুর রহমান রিপন, উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম ছকু, শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহজালাল সরকার, জেলা ছাত্রদল নেতা মিল্লাত সরকার মিলন ও সাগর সরকার মিনু প্রমুখ।
বক্তারা সারাদেশের কৃষক ও দেশ বাঁচাতে ন্যায্য মুল্য দিয়ে ধান ক্রয়ের জন্য ধান সংরক্ষণাগার তৈরীর দাবীসহ কৃষক ও দেশের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন।
