6:38 AM, 13 November, 2025

সিপিএলের ৭ম আসরে খেলবেন আফিফ

afif-hosen-dhurobo

স্পোর্টস ডেস্কঃ আগামী ৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগ সিপিএলের ৭ম আসর। আর এ আসরে দল পেয়েছেন বাংলাদেশী তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলবেন তিনি। আর তাই প্রথমবারের মতো দেশের বাইরে কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হলো আফিফের।

বুধবার লন্ডনে বসেছিল এবারের সিপিএলের প্লেয়ার ড্রাফট। নিলামে ছিল ১৮ বাংলাদেশী ক্রিকেটারের নাম। সেখান থেকে আফিফকে দলে ভিড়িয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। এছাড়া দল পায়নি আর কোন বাংলাদেশি ক্রিকেটার।

আফিফ সর্বশেষ সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল খেলেছিলেন। ব্যাট হাতে ১২ ২০.৬৬ গড় এবং ১২৪ স্ট্রাইক রেটে করেছিলেন ২৪৮ রান। এছাড়া মোট ৩০ টি টি-টুয়েন্টি ম্যাচে ২১.২০ গড় এবং ১২৩.২৩ স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন ৫০৯ রান।

আফিফ এবারই প্রথম খেললেও এর আগে সাকিব, তামিম, মাহমুদউল্লাহ ও মিরাজের সিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে।