9:41 AM, 13 November, 2025

পরাজিত হওয়া মানেই হার নয় : মমতা

mamta-bandyopadhyay_3

আন্তর্জাতিক ডেস্কঃ লোকসভা নির্বাচন নিয়ে টুইটারে প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

টুইটারে তিনি লিখেন, ‘বিজয়ীদের অভিনন্দন। পরাজিত হওয়া মানেই হার নয়।’

নির্বাচনের সার্বিক ফল নিয়ে মমতা বলেন, ‘বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা করা দরকার। তারপর নিজেদের মতামত জানাব। আগে গণনা প্রক্রিয়া সম্পন্ন হোক। মিলিয়ে দেখা হোক ভিভিপ্যাটগুলো।’

বৃহস্পতিবার সকাল থেকে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে হিন্দুত্ববাদী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশভাবে এগিয়ে আছে। পশ্চিমবঙ্গেও উত্থান হয়েছে বিজেপির।

এনডিটিভি বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪৫ আসনে জয় পেয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯৪ আসন।

পশ্চিমবঙ্গে বড় ধরনের ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এবার তারা পাচ্ছে ২২টি আসন যা গতবারের চেয়ে ১২টি কম। বিপরীতে গতবার এই রাজ্যে মাত্র দুটি আসন পাওয়া বিজেপি পেতে যাচ্ছে ১৯টি আসন।