গাইবান্ধা পলাশবাড়ীর যুবক রতনের গলাকাটালাশ ঘোড়াঘাটে উদ্ধার

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
…………………………………….
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর যুবক রতন (২০) এর গলাকাটা লাশ ২৯শে মার্চ শুক্রবার সন্ধায় উদ্ধার করেছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশ।
জানাযায়, পলাশবাড়ী উপজেলা কিশোরগাড়ী ইউপির কিশোরগাড়ী গ্রামের আফজাল হোসেনের ছেলে বৃহস্পতিবার তার নানার বাড়ী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংরা ইউনিয়নের দাউদপুর গ্রামের উদ্দেশ্য রওনা হয়। গতকাল শুক্রবার সন্ধায় পলাশবাড়ী থানার সীমান্তবর্তী ঘোড়াঘাট উপজেলার মীরার ভিটা নামক স্থানে ভুট্টার জমিতে রতনের গলাকাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ কে খবর দিলে পলাশবাড়ী ও ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘোড়াঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি জানান খবর পেয়ে আমারা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাই।তবে ঘোড়াঘাট সীমানায় খুনের ঘটনা সংঘটিত হওয়ায় ঘোড়াঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
জেলা প্রতিনিধি গাইবান্ধা
