11:45 AM, 13 November, 2025

রশিদ-কে হারিয়ে আবার শীর্ষে সাকিব

Shakib...ONEDAY

 মোঃ আলী আকবর রনী,ক্রিড়া প্রতিবেদকঃ

একটি সময় বাংলাদেশের সাকিব আল হাসান ক্রিকেটের তিনটি সংস্করণের সেরা অলরাউন্ডার হিসেবে শীর্ষে ছিলেন দীর্ঘদিন। বেশকিছুদিন সাকিব তিনটি স্থানে দ্বিতীয়তে অবস্থান করছিলেন। এবার একদিনের ম্যাচের সেরা অলরাউন্ডার হিসেবে আফগানিস্তান তারকা রশিদ খানকে পেছনে ফেলে হারানো মুকুট ফিরে পেলেন সাকিব আল হাসান।

সাকিবের রেটিং পয়েন্ট এখন ৩৫৯, রশিদের ৩৩৯। ৩১৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করবেন রশিদের স্বদেশি অলরাউন্ডার মোহাম্মদ নবি।