6:57 AM, 13 November, 2025

টিম বিজেএমসি এবারও জয় বঞ্চিত

Ctt. Abahani Vs TBJMC
মোঃ আলী আকবর রনী,ক্রিড়া প্রতিবেদকঃ

গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হয় টিম বিজেএমসি এবং চট্টগ্রাম আবাহানী। খেলা ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধের শেষ সময় রেলিগেশনের গন্ডিতে থাকা টিম বিজেএমসির অধিনায়ক স্যামসন ইলিয়াসুর গোলে এগিয়ে যায়। মনে হচ্ছিল বিজেএমসি পূর্ণ তিন পয়েন্ট নিয়েই বুঝি মাঠ ছাড়বে। কিন্তু খেলার একেবারে শেষমুহুত্ত্বের খেলার ৮৪মিনিটের সময় চট্টগ্রাম আবাহানীকে স্বস্তির সমতাসূচক গোল করেন চট্টগ্রাম আবাহানির গাম্বিয়ান খেলোয়ার মোমোদু বাহ।
গতকাল ম্যাচ শেষে ১৫ম্যাচে ৪ জয় ৬ ড্র এবং ৫ হারে ১৮ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে আছে। অন্যদিকে টিম বিজেএমসি ১৫ম্যাচে  ৫ ড্র এবং ১০ হারে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।