সাদুল্যাপুরের জানিপুরে গ্যাসের সিলিন্ডার ফেটে আগুনে পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আহত ২জন

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুলাাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গাছুপাড়ার মাদ্রাসা শিক্ষক ও ঢোলভাংগা ঈদগাহ মাঠ ও জানিপুর মসজিদের ইমাম নুর আলম মুন্সী ও তার বড় ভাই ইস্রাফিল গতকাল ২১ মে মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে এশার নামাজ শেষে বাড়ী ফিরে ঘরে প্রবেশ করে গ্যাসের গন্ধ অনূভব করে । রান্না ঘরে গিয়ে দেখেন সিলিন্ডার ফুটো হয়ে শো শো শব্দে গ্যাস বের হচ্ছে চিৎকার দিয়ে ঘরের সবাইকে বাহিরে পাঠিয়ে দিয়ে তরিঘরি করে সুইস বন্ধ করতে গিয়ে সুইসটি অন হয়ে গেলে নিমিষেই ঘরে আগুন ঘরে যায় । সেখান থেকে পালাতে গিয়ে ইস্রাফিল ও নূর আলম দুই ভাই আহত হয় । স্থানীয়রা ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করে , আগুন অন্যান্য দিকে ছরিয়ে পরতে থাকলে পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভাতে সক্ষম হয় । এসময় ৪টি ঘর ভস্মীভূত হয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।
উল্লেখ্য, জেলা জুড়ে যত্রতত্র দোকানে বসতবাড়ীতে চলছে গ্যাস ভর্তি সিলিন্ডারের ব্যবসা। এসব গ্যাস মজুদকৃত বা বাজারে বিক্রিকৃত সিলিন্ডার গুলোর মেয়াদ ঠিক আছে কিনা বোঝার উপায় নাই। পুরাতন সিলিন্ডার রং বার্নিশ করে ব্যবহার হচ্ছে বাসা বাড়ি যানবাহন সহ সর্বত্র। এসব ব্যবহারের বিষয়ে সর্তক হওয়া এবং সংশ্লিষ্ট বিভাগের সরকারি দপ্তরে কর্মকর্তাদের সঠিকভাবে তদারকির প্রয়োজন।
