4:58 PM, 13 November, 2025

নবাবগঞ্জ জেন্ডার ও সামাজিক অন্তভুক্তি করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

IMG_20190520_160724

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ, দিনাজপুর থেকেঃ

দিনাজপুরের নবাবগঞ্জ আজ সোমবার সকালে প্রো-পুওর গ্রোথ অব রুরাল এন্টার প্রাইজেস থ্রু সাসটেইনেবল স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রেস স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্র্যাক এস ডি পি প্রোগ্রাস, ব্র্যাক এর আযয়োজনে উপজেলা কেন্দ্রীয় বনিক সমিতির সভাকক্ষে হালকা প্রকৌশল শিল্প মালিকদের নিয়ে জেন্ডার ও সামাজিক অন্তভূক্তি করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,ফিল্ড টেকনিক্যাল অফিসার এস ডি পি প্রোগ্রেস ব্র্যাক মোঃ জুয়েল মিয়া , কেন্দ্রীয় বনিক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালা হালকা প্রকৌশল শিল্প শোভন কাজ বাস্তবায়নে সহায়িকা বই বিতরণ করেন এতে ১৮জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।