2:02 AM, 13 November, 2025

দুবাইতে ‘বঙ্গমাতা পরিষদ সংযুক্ত আরব আমিরাত” এর স্বাধীনতা দিবস উদযাপিত

PicsArt_03-29-12.26.53
এস রহমান সোহেল,
আরব আমিরাত প্রতিনিধিঃ
……………………………………
 আরব আমিরাতের দুবাই ফনিক্স হোটেল হলরুমে ২৮মার্চ বঙ্গমাতা পরিষদ সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা দিবস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জনাব ইকবাল বকুল এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জনাব সোহরাব উদ্দিন টুটুলের সাথে মিসেস সোহরাব এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, বিএফইউজের সাবেক সভাপতি ও বৈশাখি টেলিভিশনের সিইও জনাব মন্জুরুল আহসান বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুর রহমান ( ইরানিয়ান হসপিটাল), ডাঃ ফখরুলদ্দিন আহমেদ( ইরানিয়ান হসপিটাল),  সংগঠনের উপদেষ্টা জনাব সাইফুদ্দিন আহমেদ, সহ-সভাপতি জনাব আব্দুল হক, সহ-সভাপতি জনাব সওকত আলী মোল্লা, সহ-সভাপতি জনাব হুমায়ুন কবির, শাহীন আক্তার রনি, মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, জনাব রহিম বাবুল সহ অনেকে।
সংগঠনের যুগ্ম সম্পাদক জনাব জিএম সরোয়ার হেলালের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা  জনাব আইয়ুব আলী বাবুল, সাইফুদ্দিন আহমেদ, ইন্জিনিয়ার আবু নাসের, জনাব আবু হেনা, মহিলা পরিষদ সম্পাদিকা কাউছার নাজ, এসএম কামাল( বঙ্গবন্ধু পরিষদ),  জনাব মির আহমেদ (বঙ্গবন্ধু পরিষদ) আনসারুল হক আনসার( বঙ্গবন্ধু পরিষদ), গলফ নিউজ প্রতিনিধি জনাব সাইফুর রহমান,  প্রসাস এর পক্ষ থেকে সময় টিভি প্রতিনিধি জনাব সাইফুল ইসলাম তালুকদার ও নাসিম উদ্দিন আকাশ, ইউএই আওয়ামীলীগ থেকে নাজমুল ইসলাম, ইউএই যুবলীগ থেকে মোহাম্মদ মিজান সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *