মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম,
মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশ রোববার (১৯মে) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার আকিজ ট্যোবাকো গেটের সামনে থেকে নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরে মহাসড়কে পড়ে থাকা ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির পরিহিত পোশাক দেখে প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে মানুষিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। নাম পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হবে বলেও জানান তিনি।
