6:38 AM, 13 November, 2025

শেষ ম্যাচে বড় জয় দিয়ে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

2019 Champ. Bayarn....DBN
মোঃ আলী আকবর রনী
ক্রিড়া প্রতিবেদকঃ
এবারের বুন্ডেসলিগায় গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের যাত্রাটি এতটা সুখকর ছিল না। কারণ লিগ মৌসুমের প্রথম দিকে একাধিকবার পয়েন্ট হারাতে হয়েছে, ঠিক সেবাই তাদের সেরা ছন্দে ছিল না দলটি। কিন্তু পরবর্তীতে নিজেদের গুছিয়ে নিয়েছিল বায়ার্ন মিউনিখ। তার ফল হিসেবে এবারের কষ্টার্জিত লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।
বায়ার্নকে বুন্ডেসলিগা জয় করার জন্য তাদের মৌসুমের শেষ ম্যাচ জয় করে নিশ্চিত করতে হয়েছে এবারের মৌসুমের বুন্ডেসলিগা।
বায়ার্ন এর শেষ ম্যাচে প্রতিপক্ষ ছিল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। প্রতিপক্ষকে গোলের বন্যায় ডুবিয়েই তারা এবারের লিগ টি জয় করলো। এই ম্যাচটি বায়ার্ন ৫-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে। আর এই জয়েই তাদের বুন্ডেসলিগার চ্যাম্পিয়নের মুকুটটি ধরে রাখল। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের পক্ষে একবার করে বল জালে পাঠান কিংসলে কোমান, ডাভিদ আলাবা, রেনাতো সানচেস, ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়েন রবেন।
এক সময় বুন্ডেসলিগাতে পয়েন্ট টেবিলে শির্ষ  স্থান থেকে ৯ পয়েন্ট পিছিয়ে ছিল বায়ার্ন। বায়ার্ন এক সময় মনে করেছিল এবারের লিগটি বুঝি আর চ্যাম্পিয়ন করা সম্ভব ছিল না। কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বুরুসিয়া ডর্টমুন্ড কয়েকটি ম্যাচে ছন্দপতন ঘটলে, বায়ার্ন আবার শিরোপা লড়াইয়ে ফিরে আসে, এরপর বায়ার্ন আর কোন ভূল করেনি। তার ফল হিসেবেই তাদের বুন্ডেসলিগা জয়। এবারের শিরোপা নিয়ে বায়ার্ন টানা সপ্তমবার বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়ে।
 জার্মানির শীর্ষ প্রতিযোগিতায় এ নিয়ে রেকর্ড ২৯টি শিরোপা জিতল বায়ার্ন। ৩৪ ম্যাচে ২৪ জয় ও ছয় ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল তারা।
সামনে সুযোগ এবার ঘরোয়া ডাবল জয়ের। আগামী শনিবার জার্মান কাপে লাইপজিগের মুখোমুখি হবে এই প্রতিযোগিতারও রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন।
আর বুরুসিয়া ডর্টমুন্ড ২৩ জয় ও সাত ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ।