চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: মোহাম্মদ আলী আকবর রনি
এই প্রথম কোন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ চ্যাম্পিয়ন। বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২৪ ওভারে ২১০ রান। এক সময় মনে হয়েছিল এই রান বাংলাদেশের জন্য এক পাহাড় সমান টার্গেট কিন্তু সৌম্য এবং শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত এর দুর্দান্ত ব্যাটিং এর কল্যানে খুব সহজেই বাংলাদেশ সিরিজ জয় করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৭ বল বাকী থাকতেই ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মোসাদ্দেক হোসেন সৈকত ২৪ বলে ৫ ছয় ২ চারে ৫২ রান এবং সৌম্য সরকার ৪২ বলে ৩ ছয় ৯ চারে ৬৬ রান করেন।
