3:40 AM, 13 November, 2025

নিয়ম রক্ষার ম্যাচে ‘রাহির’ পাঁচ ইউকেটে বাংলাদেশের বড় জয়

Bangladesh VS Ierland.....
মোঃ আলী আকবর রনী
ক্রিড়া প্রতিবেদকঃ
গতকালকের খেলাটি ছিল এক নিয়ম রক্ষার ম্যাচ। পূর্বেই বাংলাদেশে দুই ম্যাচ জয় নিয়ে ফাইনালে উঠে গেছে। তাই এই খেলাটির জন্য বাংলাদেশে কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে। বিশেষ করে বোলিং সাইডটি আরও পরীক্ষার করার জন্য। শৌম্য, মুস্তাফিজ এবং মেহেদিকে বিশ্রাম দিয়ে রাহি, সাইফুদ্দিন এবং মোসাদ্দেক কে স্কোয়ার্ড নিয়ে মাঠে নামে।
টসে জিতে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথমেই আয়ারল্যান্ড দলীয় ২৩ রানের মাথায় জেমস ম্যাকলাম এর ইউকেট তুলে নেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। দলীয় ৫৯ রানের সময় রাহীর একদিনের ম্যাচের প্রথম ইউকেট শিকার করেন আন্দ্রে বেলব্রিরিয়ানের ইউকেট দিয়ে। এরপর আয়ারল্যান্ড ওপেনার ‘স্ট্যালিং এবং ক্যাপ্টেন পোটারফিল্ড এর ১৭৪ রানের জুটিতে রানের শক্ত রানের সংগ্রহের দিকে চলে যায়।  এর নিয়মিত বিরতে আয়ারল্যান্ডে উইকেট পড়ে যায়। ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে আয়াল্যান্ড বাংলাদেশের বিপক্ষে ২৯২রানের এক বিশাল টার্গেট দেয়। আয়ারল্যান্ডে পক্ষে ‘স্ট্যালিং’ ১৪১ বলে ৮টি চার এবং ৪টি ছয়ে ১৩০রানের স্কোর করেন অন্যদিকে অধিনায়ক পোটাফিল্ড ৯৪ রান করেন। বাংলাদেশের পক্ষে নিজের দ্বিতীয় একদিনের ম্যাচেই বাজীমাত করেন পেসার আবু জায়েদ রাহী, ৯ ওভার বল করে ৫৮ রান খরচায় ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নেন। সাইফুদ্দিন ২টি এবং রুবেল ১টি উইকেট নেন।
বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেই শৌম্যের পরবর্তে লিটন কুমার এবং তামিম ইকবাল ওপেনিংয়ে নামেন। দুজনেই ইনিংসের প্রথম থেকে মারমুখি ভাবে খেলতে থাকেন। বাংলাদেশের পক্ষে ওপেনিংয়ে  ১১৭ রানের পাটনারশীপ করেন তামিম এবং লিটন। ১১৭ রানের তামিমের ইউকেট পড়ে তামিম ব্যক্তিগত ৫৭ রানে আউট হন। সাকিবের সাথে লিটনের জুটি এগিয়ে যেতে থাকে, লিটন ব্যক্তিগত ৭৬ এবং দলীয় ১৬০রানের সময় আউট হন। সাকিব ব্যক্তিগত ৫০রান পূর্ণ করে ব্যথা পেয়ে মাঠ ত্যাগ করেন। এরপর মাহমুদুল্লাহ, মুসফিক এবং মোসাদ্দেকের দৃঢ়তায় ৪৩ওভারে ৪উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশে।
আগামীকাল ১৭ই মে, শুক্রবার স্থানীয় সময় পৌনে চারটায় আয়ারল্যান্ডের ডাবিন স্টেডিয়ামে  ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে ওয়েস্ট উইন্ডিজ এবং বাংলাদেশ।