নারীদের সম্মানে কবিতাঃ নারী

“নারী”
নূরউদ্দিন
ঘরের কোণে রয়না বন্দি
আত্ম বিশ্বাসী নারী,
যথা সময় যায় অফিসে
সংসার ম্যানেজ করি।
রান্না বান্নায় সীমাবদ্ধ নয়
গভেষণাতেও তারা লিপ্ত,
চিকিৎসা দিয়ে সুস্ত করতে
অধিক সিদ্ধ হস্ত।
সাহেব বেগম অফিস করে
বসে পাশাপাশি,
সহযোগিতা রেখে কর্মে থাকে
দেশকে ভালবাসি।
অস্ত্র হাতে দেয় প্রহরা
দেশের সকল সীমান্তে,
কর্তব্য কাজে ব্রতি তারা
দুর্গম পথে প্রান্তে।
বৈমানিক হয়ে দেশ বিদেশে
দিচ্ছে তারা পাড়ি,
সফলতায় করে মোকাবেলা
শত দুর্যোগ মহামারী।
আশীষ করি অন্তর ভরি
সব নারীদের প্রতি,
মানবতা নিয়ে যাও এগিয়ে
বিশ্বাস রেখো অতি।
