সকল জল্পপনা শেষে অবশেষে ম্যানসিটির লিগ জয়

মোঃ আলী আকবর রনী,
ক্রিড়া প্রতিবেদকঃ
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগকে সারা পৃথিবীতে সবচেয়ে রোমাঞ্চকর এবং থ্রিলার ফুটবল লিগকে বলা হয়। তার প্রমান আবার পেলো ফুটবল বিশ্ব। লিগের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আকর্ষন রেখেই শেষ করল, ইংলিশ লীগ ১৮-১৯। চ্যাম্পিয়ন নির্ধারণ করতে এবং রেলিগেশন টেবিল পর্যন্ত আকর্ষন পূর্ণাঙ্গ ছিল এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে।
লিভারপুল এবং ম্যানসিটির এই দু-দলের মধ্যে লিগের প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়তে হয়েছে সমানতালে। লিগের একটি সময় মনে হচ্ছিল যেন খুব সহজেই জিতে যাবে লিভারপুল কিন্তু হটাৎ লিভারপুলের পয়েন্ট হারানোর জন্য লিগের উত্তেজনা ফিরে আসে, বিশেষ করে ম্যানসিটির সাথে ভাগ্যের সহায়তায় লিভারপুলের কাছে ম্যাচটি জিতেই যেন চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটি আরও জমে উঠে। চলমান লিগে যেই পয়েন্ট হারাতো তাকেই চ্যাম্পিয়ন হওয়া থেকে বঞ্চিত হতে হতো। কিন্তু এগিয়ে থাকা ম্যানসিটি আর কোন ভূল করেনি, আর লিগের শেষ ম্যাচে পর চ্যাম্পিয়ন নির্ধারণ হলো ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ ১৮-১৯।
১২ই মে স্থানিয় সময় রাত ৮ টার সময় চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের জন্য ম্যানসিটি এবং লিভারপুল নিজ নিজ ম্যাচে আলাদা মুখোমুখি। ম্যানসিটির প্রতিপক্ষ ছিল ব্রিজটন এবং লিভারপুলের প্রতিপক্ষ ছিল উলভ্স।
ম্যানসিটির এবং ব্রিজটন এর খেলার শুরু হওয়ার ২৭ মিনিটের মধ্যেই ব্রিজটন গোল করে এগিয়ে যায়। কিন্তু ১মিনিটের মধ্যে আর্জেন্টাই তারকা সার্জেও এগুয়েরে গোলে সমতায় ফিরে। ৩৮ মিনিটের সময় ম্যানসিটির স্কোর দ্বিগুন করেন ম্যানসিটর ফ্রান্সের তারকা ফুটবলার এ. লেপোর্টে। ম্যাচের ৬৩মিনিটে গোল করে ম্যানসিটির চ্যাম্পিয়ন হওয়াটাকে পাকাপোক্ত করেন ম্যানসিটির আলজেরিয়ান খেলোয়ার মেহরাজ। খেলার ৭২মিনিটের সময় ব্রিজটন এর জালে স্প্যানিস তারকা মিডফিল্ডার গুনডোগুন গোল করে ৪-১
ম্যাচটি জয় করে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উল্লাসে ফেটেঁ পড়ে ম্যানসিটির সকল সমর্থক। এবং পরপর দুই সেশন লিগ চ্যাম্পিয়ন হয় গার্ডিওয়ালার ম্যানসিটি। গার্ডিওয়ালা এই নিয়ে একই দলকে পরপর দুইবার লিগ চ্যাম্পিয়ন করলেন।
অপরদিকে লিভারপুল উলভসের বিপক্ষে ২-০গোলে জয় লাভ করে পয়েন্ট টেবিলে চ্যাম্পিয়ন ম্যানসিটির থেকে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানএ সন্তুষ্টি থাকতে হয়।
ম্যানসিটির ৩৮ ম্যাচে ৩২ জয় ২ ড্র এবং ৪ পরাজয়ে ৯৮পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে লিভারপুল ৩৮ম্যাচে ৩০জয় ৭ ড্র এবং ১ পরাজয়ে ৯৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়।
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বল জয় করেন তিনজন ফুটবলার আর্সেনাল তারকা
আবুমেয়েন্ঙ এবং লিভারপুলের সালাহ্ এবং মানি।
গোল্ডেন গ্লাব্স জয় করেন লিভারপুল গোলকিপার এলিসন বেকার এবং এসিস্ট কিং বা সেরা প্লেমেকার জয় করেন চেলসি তারকা ইডেন হ্যাজার্ড।
