মুরাদনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে কাঁদলেন কায়কোবাদ, কাঁদল জনতা

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৫শত বার পবিত্র কুরআনের খতম, এতিম ও অসহায়দের মাঝে গরু সাদাকাহ, পবিত্র মক্কায় বকরি সাদাকাহ ও দোয়া মাহফিল করেছেন মুরাদনগরের সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে কাঁদলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ, কাঁদল দোয়া মাহফিলে উপস্থিত জনতা। সাবেক এ মন্ত্রীর মোনাজাতে সমাবেশ মাঠ ভারী হয়ে ওঠে।
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল নামে। দোয়া মাহফিল রুপ নেয় জনস্রোতে।
উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ বলেন, খালেদা জিয়া এমন একজন নেত্রী যার স্বামীকে হত্যা করা হয়েছে, যিনি ছেলেকে হারিয়েছেন, বিনা অপরাধে জেল খেটেছেন। উনি যে ত্যাগ স্বীকার করছেন, তা শুধু অত্যাচার নয়, ওনাকে বাড়ি থেকেও আওয়ামী সরকার জোরপূর্বক বের করে দিয়েছে। আল্লাহ ওনাকে অত্যাচার থেকে মুক্ত করেছেন। আল্লাহ যেহেতু ওনাকে মুক্ত করেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, সুস্বাস্থ্য নেয়ামত দান করেন আপনাদের কাছে সেই দোয়া কামনা করি।
উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, জেলা বিএনপির সদস্য নাসির উদ্দীন নয়ন ও মোঃ শরীফ খানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন ভুইয়া, শাহ আলম সরকার, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, দুলাল সরকার, আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
