9:56 PM, 12 November, 2025

মেধাবীদের হাত ধরে হবে নতুন বাংলাদেশ

IMG_20250815_002338

রকমারি ডেস্ক:

জুলাই আন্দোলন ও ঘোষণা পত্র নিয়ে এবার মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা। সম্প্রতি রাজন আকন্দ নামের এক ফেসবুক আইডি থেকে আক্ষেপ ও ভবিষ্যৎ জুলাই নিয়ে মন্তব্য করেন। মন্তব্যে বর্তমান সময়ের ছাত্র নেতৃবৃন্দের সমালোচনা ও ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কৃতিত্ব স্বীকার করে জুলাই এর ভবিষ্যত নিয়ে আক্ষেপ প্রকাশ করেন।

নিচে টা হুবহু তুলে ধরা হলো:

“২৪শে নেতৃত্ব দিয়েছিলাম বড় প্লাটফর্মে। আজকে দেশে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁদের খুব কাছে থেকে। কিন্তু কেনো জানি হারিয়ে গিয়েছি সময়ের ভিড়ে। কোনো কৃতিত্ব নেয়নি।

৮ আগস্ট সরকার গঠনের দিন বলেছিলাম বিদায় নিলাম। এটাও বলেছিলাম এই আন্দোলনটি স্থান পাবে বিশ্বের বুকে অন্যন্য উচ্চতায়।

আন্দোলনের প্রাণ সাধারণ ছাত্ররা এবং বিভিন্ন রাজনীতিক দলের ছাত্র নেতারা নিজ নিজ জায়গায় ফিরে গেলেও থেকে গিয়েছে কিছু সম্মুখ সারির স্টেক হোল্ডার রা।

কিন্তু কিছুদিন যেতে না যেতেই শুরু হলো ক্ষমতার নতুন খেলা। সাথে যুক্ত হলো চাঁদা আর মামলা বাণিজ্য। এক সময় অনেকে নিজেকে সমন্বয়ক পরিচয় দিতেই নিজের প্রতি লজ্জাবোধ জন্মায়।
আন্দোলন এর মূল ব্যানার টি আর সবার রইলো না। ভরে গেল সুবিধাবাদীদের আগমনে। আস্তে আস্তে সরে গেলো ভালো মানুষজন। তবে এখনো অসংখ্য ভালো মানুষ আছে। কিন্তু বেশির ভাগই জুলাই বিক্রেতা হয়ে গেছে।

গত এক বছরে জুলাইকে বিক্রি করে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে কল্পনাও করতে পারবেন না। আর হ্যাঁ আমি অনেক কিছুই জানি। কারণ আমি আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার দের সাথে ছিলাম। আর এখন যারা দেশ চালাচ্ছে তাদের বেশিরভাগই আমার পরিচিত।

আর জুলাই বিক্রি হয়েছে বলেছি বহু আগে। এর প্রমাণ হলো জুলাই ঘোষণা পত্র। যেখানে আন্দোলনকারীদের আইনগতভাবে মুক্তি ও নিরাপত্তা নিয়ে কোনো ভাবনা নাই বললেই চলে। আর এই যেহেতু যেহেতু সেহেতু সেহেতু ঘোষণা পত্র আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। নির্বাচনের পর জুলাই হবে একটা কো ইন্সিডেন্স।

কারণ আন্দোলনের সামনের সারি ব্যতীত সব ছিল আওয়ামী বিরুধি সকল রাজনৈতিক দলের। আর ক্ষমতার মূহে ও দুষ্ট চক্রের কারণে তাঁদের অস্বীকার করার ফল হবে এটি।

তবে আমি তরুণ বা একজন সাধারণ ছাত্র হিসেবে এখনো স্বপ্ন দেখি আমাদের দেশ টা সুন্দর হবে।

রাজনীতিতে ফিরবে ভালো মানুষ জন। নেতৃত্ব দেবে এদেশের তরুণ সমাজ। মেধাবীদের হাত ধরে হবে নতুন বাংলাদেশ।

নতুন সরকারের জন্য অগ্রিম শুভ কামনা।

রাজন আকন্দ

১৪ আগস্ট, ২০২৫
রাত: ২:০০”