চমক দেখিয়ে আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

তবে কি নিরবতা ভেঙেছে বিসিবির! এমনটাই বলা যায়। মিরপুর ছাড়া অন্য মাঠ বিসিবির নজরে আসেই না সেখানে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডের একটি ম্যাচও গড়াবে না মিরপুরে! অবিশ্বাস্য মনে হলেও এবার আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য মিরপুরের সাথে চট্টগ্রাম ও সিলেটকে বেছে নিয়েছে বিসিবি।
চলছে বিপিএল! এরপরই বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড। ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই৷ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড।
১২ মার্চ ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড। এরপর ১৫ মার্চ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে দলটি। মূল লড়াই শুরু হবে ১৮ মার্চ। সূচি প্রকাশ করলেও এখনো ম্যাাচের সময় জানায়নি বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে সিলেটে, চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও একমাত্র টেস্ট হবে মিরপুরে।
আয়ারল্যান্ড সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে – ১৮ মার্চ – সিলেট
দ্বিতীয় ওয়ানডে – ২০ মার্চ – সিলেট
তৃতীয় ওয়ানডে – ২৩ মার্চ – সিলেট
প্রথম টি-টোয়েন্টি – ২৭ মার্চ – চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি – ২৯ মার্চ – চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি – ৩১ মার্চ – চট্টগ্রাম
একমাত্র টেস্ট – ৪ থেকে ৮ এপ্রিল – মিরপুর
