6:35 AM, 13 March, 2025

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নিহত এক

Screenshot_20220627-221116__01
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশনের লাইনে একটি ছাগলের বাঁচ্চাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে  মীর আসলাম হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ সোমবার (২৭ জুন) বিকালে সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মীর আসলাম হোসেন  ঠাকুরগাঁও সদর উপজেলার ১০নং জামালম পুর ইউনিয়নের পূর্ব পারপূগী গ্রামের মৃত  মীর হাফিজ উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে পঞ্চগড়  থেকে ছেড়ে আসা কাঞ্চন কমিউটার ট্রেনটি সদর উপজেলার শিবগঞ্জ স্টেশনে পৌঁছায়। এসময় স্টেশনের উপরে থাকা ছাগলের বাঁচ্চাকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আসলাম। ঘটনাস্থলেই মারা যায় সে।
তিনি আরো বলেন, দিনাজপুর থেকে রেলওয়ে থানা পুলিশের কর্মকর্তারা রওনা দিয়েছেন। তারা এসে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *