উন্নয়নের অগ্রযাত্রায় ১০টি বিশেষ উদ্ভাবনী বিষয়ে নবাবগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরের নবাবগঞ্জে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ডিজিটাল বাংলাদেশ, কর্মসংস্থান, আশ্রয়ন, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা,পল্লী সঞ্চয় ব্যাংক, স্বাস্থ্য, শিক্ষাসহ নানামুখী ১০ টি উদ্ভাবনী বিষয় নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। এসময় প্রজেক্টরের মাধ্যমে ১০টি উদ্ভাবনী বিষয়ে দিক নির্দেশনা পেশ করেন তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ তারেক সেফাতী।
প্রশিক্ষন কর্মশালায় অংশ নেয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. মোশারফ হোসেন বলেন ডিজিটাল দেশ গঠনে সরকার নিরলসভাব কাজ কর যাচ্ছে।
এ প্রশিক্ষনের কারণে প্রধানমন্ত্রী দপ্তরের বিশেষ গৃহীত ও বাস্তবায়িত প্রকল্প দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। কর্মশালায় দলের প্রধান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম জানান, সরকার গৃহহীন পরিবারের মাঝে জমিসহ পাকা ঘর বিতরণ কল্পে উন্নয়নের বড় ধরণের অবদান চলমান রয়েছে। গৃহীত ১০টি উদ্ভাবনী বিষয় সম্পর্কে কর্মশালায় ব্যপক ও বিস্তর প্রশিক্ষণ দেয়া হয়েছে।

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.