10:00 PM, 12 November, 2025

রাসুল (সাঃ)’কে অবমাননার প্রতিবাদে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

IMG_20220610_221946

সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ও আম্মাজান আয়েশা (রাঃ)’কে নিয়ে ভারতের বিজেপি নেতা কর্তৃক অবমাননার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
আজ ১০ জুন শুক্রবার নামাজ শেষে নবাবগঞ্জ ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে উপজেলা পরিষদের সামনে নবাবগঞ্জ বিরামপুর সড়কে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল আজিজ, থানা জামে মসজিদের খতিব মুফতি আসাদুল্লা, দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক মোঃ তরিকুল ইসলাম,নবাবগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজীব সহ অনেকে। এছাড়া নবাবগঞ্জ উপজেলার শওগুন খোলা তিনঘর পাড়া জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে প্রতিবাদ জানানো হয়েছে। বক্তারা জোরালো প্রতিবাদে নবী করীম (সাঃ) এর কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ ভারতের সকল পণ্য বয়কটের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *