11:23 PM, 12 November, 2025

ভূঞাপুরে বালুঘাটে অভিযানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ

1654166948_Bhuapur-Tangail-Pic-2.6.22

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদী থেকে অবৈধ বাংলা ডেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে আ’লীগ নেতার বালু ঘাটে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার (২ জুন) সাড়ে ৪ লাখ জরিমানা ও ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

শেখ আলাউল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ভূঞাপুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজুকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ ভেকু জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবৎ আ’লীগের কতিপয় নেতা কর্মী যমুনা নদী থেকে অবৈধ বাংলা ডেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এ ব্যাপারে মৌখিক ও লিখিত ভাবে অভিযোগ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

1 thought on “ভূঞাপুরে বালুঘাটে অভিযানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *