ভূঞাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

“তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ভূঞাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপরে উপজেলা পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকসহ সরকারিও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.