1:59 AM, 13 November, 2025

ঠাকুরগাঁও জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু

FB_IMG_1653125333405
বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি পদে সেতারা বেগম ও সাধারণ সম্পাদক পদে রেজওয়ানুল হক রিজু পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে শহরের কালিবাড়ির উদীচী জেলা সংসদ কার্যালয়ে জেলা সম্মেলন এর কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি কমল কুমার রায়, সৈয়দ মিজানুর রহমান,এমএস আহমেদ রাজু,   অমল টিক্কু,সুচরিতা দেব, সহসাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ  ননীগোপাল বর্মন,সম্পাদকমণ্ডলীর সদস্য রাফিক আহনাজ, মাহমুদা আক্তার আলো,  জোতিশ চন্দ্র বর্মন, আহসান হাবিব বাবু, এস এম জসিম, শাহনাজ বেগম ডলি,সদস্য আশুতোষ কুমার দে, নগেন্দ্র রাম দাশ, রেজাউল ইসলাম তারেক হোসেন সাদেকুল ইসলাম গোলাম ফারুক মোহাম্মদ হাসান পীর আবু বক্কর সিদ্দিক সঞ্জীব কুমার বর্মন, রেজাউল ইসলাম, তারেক হোসেন, সাদেকুল ইসলাম, গোলাম ফারুক, মাহমুদ হাসান প্রিন্স,বাবুল ইসলাম,রাজন ঠাকুর, আবু বক্কর সিদ্দিক, সঞ্জীব কুমার বর্মন, সুরভী
কেরকেটা।
অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জমশেদ আনোয়ার তপন। সভাপতিত্ব করেন জেলা সংসদের  সহ-সভাপতি কমল কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সদস্য রেজাউর রহমান রিজু, সহ সভাপতি অমল টিক্কু, সৈয়দ মিজানুর রহমান, কমল কুমার রায় প্রমুখ। এর আগে জেলা সংসদের নবম সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড দবিরুল ইসলাম। পরে সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

1 thought on “ঠাকুরগাঁও জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *