ভূঞাপুরে হাতুরে ডাক্তারকে অর্থদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার এক হাতুরে ডাক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৯ মে) বিকালে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি-রোডে সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত হলেন- সিরাজগঞ্জের হাফিজুল ইসলাম নামে হাতুরে ডাক্তারকে এ জরিমানা করা হয়। হাতুরে ডাক্তারের চিকিৎসা নিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অবৈধ পন্থায় চিকিৎসা করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম জানান, বিভিন্ন মাধ্যমে থেকে অভিযোগ পেয়ে আসছিলাম যে গোবিন্দাসীতে কবিরাজ বা হাতুরে ডাক্তার যার কোন অনুমোদন নেই এবং চিকিৎসা শাস্ত্রে কোন ডিগ্রি নেই। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার সাহেব আমার সাথে এসেছে। এখানে ক্লিনিক আকারে চিকিৎসা করা হয় কিন্তু তাকে তো কোন অনুমোদন দেওয়া হয়নি। প্রাথমিকভাবে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয় বলে জানান তিনি।

I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. бнанс