ভূঞাপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

ভূঞাপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে। ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামের নাজমুল প্রধানের ছেলে ফারুক শেখ (১৯) ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত শনিবার ভূঞাপুর থানায় মামলা করেছে মেয়েটির বাবা।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ মে বৃহস্পতিবার উপজেলার বানিয়াপাড়া গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রী সকাল ৮টার সময়ে তার দাদার বাড়ি যাওয়ার পথে একই গ্রামের নাজমুল প্রধানের ছেলে ফারুখ শেখ (১৯) দলবলসহ ৩টি মোটরসাইকেল যোগে মেয়েটির পথ রোধ করে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় এবং সিরাজগঞ্জ শহরে তার এক আত্মীয়ের বাসায় রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে অপর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে বিয়ে পড়ানোর চেষ্টা করে। মেয়েটির বাবা আত্মীয়-স্বজন ও মাতাব্বরদের সঙ্গে নিয়ে মেয়েকে উদ্ধার করেন। ফারুখ দীর্ঘদিন যাবৎ মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বলে মেয়ের বাবা জানান।
ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল জানান, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণকারী ও তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
