গাইবান্ধায় চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোজাম্মেল হক (৩৫) নামে এক চালককে গলা কেটে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত মোজাম্মেল হক বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা গ্রামের আবদুল কাদেরের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জানান, মোজাম্মেল দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রধানপাড়ায় তার স্ত্রী-সন্তান নিয়ে ভাড়াবাসায় থেকে অটোরিকশা চালাতেন।ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে গতরাতে যাত্রীবেশী ছিনতাইকারী তার গলায় ধারাল অস্ত্রের আঘাত করেন। এরপর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তারা।
মোজাম্মেলের গলার বেশির ভাগ অংশ কেটে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.