এস এম মনিরুজ্জামানের কবিতা-স্বপ্ন


স্বপ্ন
এস এম মনিরুজ্জামান আকাশ
সূত্রঃ যার পদচারণা বুকের গহীনে
একটি স্বপ্ন রেখেছি পুষে হৃদয় কোণে,
ভালোবাসব বন্ধু’রে যে আছে হৃদয় ধ্যানে,
আঁকব তার ছবি মাখবো শুভ্রতায় ভালোবাসা,
যে আমার শৈশব কৈশোরের দ্বীপ্ত প্রত্যাশা ।
আসে সে স্বপ্নে আবার চলে যায় নিদ্রায়,
কি তার কামনা বাসনা বুঝিনা এ ধরায়,
তার স্পর্শ-ভালোবাসা চাই জীবনে প্রয়োজন,
বাস্তবে সে আসবে কবে ভাবি সেই ক্ষন!
হয়তো আসবে নয়তো রবে কল্পনাতে,
তাকে দেখতে কৃতকায় মন যায় নিদ্রাতে,
পায় মন প্রশান্তির অবারিত পরশ ঘুমে,
ছোঁয়া পায় তার মুক্ত ভালোবাসায় জমে।
স্বপ্ন নাকি! পূর্ণও হয় লোক মুখে শোনা,
করিনি বিশ্বাস পাইনি বলে বাস্তব ঠিকানা,
হায়রে আমার স্বপ্নে দেখা “আঁখি নিঃস্বরা,
পারেনা বলতে কথা স্বপ্নের যা দূঃখ-ব্যথা ভরা।
স্বপ্ন যত হোক প্রত্যাশায় পরিপূর্ণ এ ভবে,
বর্ননায় প্রকাশিত করবে হৃদয় সুখ অনুভবে,
বিলাবে স্বপ্ন সুখের অনুভূতি প্রয়োজনে,
স্বপ্ন প্রানের যত স্বপ্ন ; স্বপ্নহীনের মনে…
স্বপ্ন পূর্ণ না হলে আর দেখবেনা স্বপ্ন কেউ,
সুখের বদলে বয়ে বেড়াবে হৃদয়ে দুঃখ ঢেউ,
প্রতিপালিত স্বপ্ন পাক পূর্ণতা প্রেমিক জীবনে,
তবেই দেখবে স্বপ্ন মানুষ মায়াময়ী এ ভুবনে।