ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর


কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী এক স্কুলছাত্রী নিহত হয়েছে।সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিয়া জান্নাত জুলি (১৪) চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার মমতাজ উদ্দিনের মেয়ে। সে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, সকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে স্কুলে যাচ্ছিল মাহিয়া জান্নাত জুলি। ইজিবাইকটি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের লালব্রিজ এলাকায় পৌঁছালে নির্মাণাধীন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের মালবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।
ওসি জানান, স্কুলছাত্রীর মৃতদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।