9:53 PM, 12 November, 2025

মুরাদনগরে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

muradnagar cumilla 17-04-2022 pc2

কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। রোববার সকাল ১১টায় কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজিউল হক চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিমগীরসহ বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *