সন্ধ্যায় নিখোঁজ, সকালে মিলল রেললাইনের পাশে লাশ

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের পরদিন পূজা উদযাপন পরিষদের নেতা গোবিন্দ চন্দ্র আর্য্যর (৪২) লাশ মিলল রেললাইনের ব্রিজের পাশে। সে উপজেলার নগরবাড়ী গ্রামের সুভাষ চন্দ্র আর্য্যর ছেলে। তিনি নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেললাইনের উপজেলার ধলাটেংগর এলাকায় ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর কোনো খোঁজ পায়নি তার পরিবারের লোকজন।
নিহতের চাচাতো ভাই আপন আর্য্য জানান, গতকাল বিকেলে গোবিন্দ ও কয়েকজন স্বজন তার বাসায় খাওয়া-দাওয়া করেন। পরে সন্ধ্যায় সবাইকে বিদায় দিয়ে গোবিন্দ কালিহাতী যাওয়ার জন্য বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি গোবিন্দের লাশ রেললাইনের পাশে পড়ে আছে। পরে সেখানে গিয়ে দেখতে পান নিহতের পা ও হাত ভাঙা। এছাড়া পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে লাশটি ঘটনাস্থলে ফেলে গেছে।
উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার জানান, সে আগের দিন সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সকালে রেললাইনের ব্রিজের পাশ থেকে তার লাশ পাওয়ার খবর পাওয়া গেছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আনন্দ মোহন দে বলেন, গোবিন্দ আর্য্য ভালো একজন সংগঠক ছিলেন। এটি হত্যা নাকি অন্য কিছু সেটা দ্রুত তদন্তপূর্বক ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, লাশটি যেহেতু রেললাইনের পাশে পাওয়া গেছে, সেহেতু বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।
