টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুমায়ন (৩৫) নামে একজন ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত হুমায়ন রংপুরের মিঠাপুকুর উপজেলার হিজলপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালিক ছিলেন।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
এ বিষয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, মিঠাপুকুর থেকে আলু নিয়ে ট্রাকযোগে হুমায়ন ঢাকার দিকে যাচ্ছিলেন। রাবনা এলাকায় পৌছার পর তার ট্রাকটি সামনে থাকা অপর একটি চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন হুমায়ন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
