12:27 AM, 13 November, 2025

আমার ইচ্ছে – কবি একে আজাদ

277161098_2780719975563943_7659287953371021660_n
আমার ইচ্ছে
– একে আজাদ
ইচ্ছে করে জীবনানন্দময় একটা জীবন গড়তে
সে যেমন খুঁজে পেয়েছিলো রূপসী বাংলায় 
তুচ্ছ জিনিসে অসীম সৌন্দর্য! 
আমি এ শহরের প্রতিটি তুচ্ছ জিনিসে 
খুঁজে পেতে চাই অফুরন্ত সৌন্দর্য 
হোক সেটা নোংরা, ময়লা, কদর্য।
মাঝে মাঝে ইচ্ছে করে
ঝাঁকড়া চুলের বাবরি দোলানো নজরুলের মত হই
এ শহরের উঁচু-নিচুর প্রভেদ 
দূর করে দেই একেকটা বিদ্রোহের হুংকারে!
খুব ইচ্ছে করে রবীন্দ্রের মতো হই!
ডুব দেই অসীম প্রেম সাগরে
রাবিন্দ্রিক প্রেম ছড়িয়ে দেই
এ শহরের অবহেলিত, বঞ্চিত, নিপিড়ীত 
প্রতিটি প্রাণীর মাঝে।
খুব ইচ্ছে করে সুকান্তের মতো হতে!
আঠারোর তাপে যে পাথর বাঁধা ভেঙেছিলো
আঠারোতে ফিরিয়ে নিতে চাই নিজেকে
কোন পিছুটান নয়, দুমড়ে মুচড়ে 
দিতে চাই সকল পাথর বাঁধা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *