ঠাকুরগাঁওয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে পালিত হলো বিশ্ব অটিজম সচেতনতা দিবস। গতকাল শনিবার বেলুন উড়িয়ে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে আলোচনা সভায় সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, প্রেসকাবের সভাপতি মনসুর আলী, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ফিজিওথ্যারাপি কনসালটেন্ট ডা. আল মনসুর, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ।

Your article helped me a lot, is there any more related content? Thanks!