রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের সাবেক নেতা ও কলেজছাত্রী নিহত

শাহজাহানপুর আমতলা রেলগেট এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছোড়া গুলিতে জাহিদুল ইসলাম টিপু (৫৫) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও সামিয়া আফনান প্রীতি (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে ঘটনার সময় টিপু তার মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। গুলিতে মুন্না (২৬) নামে তার গাড়িচালক আহত হয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গাড়ি চালক মুন্না বলেন, রাত সোয়া ১০ টার দিকে মাইক্রোবাসে করে খিলগাঁও রেলগেটের দিকে যাচ্ছিলাম। মাইক্রোবাসের সামনের বাম পাশের সিটে বসে ছিলেন টিপু। পিছনের সিটে টিপু ভাইয়ের একজন আত্মীয় বসেছিলেন। মাইক্রোবাসে আমরা শাজাহানপুর বাগিচা মসজিদের দিকে যাচ্ছিলাম। খিলগাঁও রেলগেটের কাছে আসলে ট্রেন ক্রসিংয়ের সিগন্যালে রেলগেটে অপেক্ষা করতে থাকি। এই সময় দুর্বৃত্তরা তাদের গাড়িটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় তারা (টিপু ও চালক মুন্না) গুলিবিদ্ধ হন।
ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) মতিঝিল জোনের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ সাংবাদিকদের বলেন, ঘটনাটি নিয়ে আমরা সবাই কাজ করছি। এই মুহূর্তে আসলে বলা মুশকিল কী কারণে টিপুকে হত্যা করা হলো। তবে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে একজন লোক হেলমেট পরিহিত এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

Your article helped me a lot, is there any more related content? Thanks!