উপহারের বক্সে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে ইমামকে হত্যার হুমকি

টাঙ্গাইলের কালিহাতীতে মসজিদের ইমামকে কাফনের কাপড় ও চিরকুটের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।উপজেলার নারান্দিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদ্রাসার সুপার মোঃ ওসমান গণি (৫৮)।
তিনি মধুপুর উপজেলার মেহাবী গ্রামের মৃত. আব্দুল কাদেরের ছেলে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
থানার সাধারণ ডায়েরী (জিডি) সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি আমার নারান্দিয়া মাদ্রাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স পাঠানো হয়েছে। বক্সটি খুলে দেখা গেছে ভিতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিরকুট।
বুধবার (২৩ মার্চ) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদ্রাসার সুপার মোঃ ওসমান গণি।
তিনি বলেন, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি আমার নারান্দিয়া মাদ্রাসার সালমান নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স রেখে যান। বক্সটি খুলে আমি দেখতে পাই ভিতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিরকুট। এ বিষয়ে আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছি। এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.