3:24 AM, 13 November, 2025

গোবিন্দাসীতে উপকারভোগীদের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিতরণ

inbound905666047802957744

সরকার আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সমগ্র বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝি সময়ে মোট ০২ (দুই) বার তথা ১ম পর্যায়ে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী ভর্তুকী মূল্যে বিক্রি শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের সর্বমোট ৯ হাজার ৮৯৬ জন পরিবারের মাঝে সারা দেশের ন্যায় ভতুর্কী মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উপজেলার ৪নং গোবিন্দাসী ইউনিয়নের উপকারভোগীদের মাঝে “গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে” ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, ইউপি সচিব মশিউর রহমান, ইউপি সদস্য, ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ।

ভূঞাপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের সর্বমোট ৭টি স্পটে ১ জন ডিলারের মাধ্যমে ১ম পর্যায়ে প্রতি উপকারভোগীকে ০২ কেজি চিনি, ০২ কেজি মশুর ডাল ও ০২ লিটার সয়াবিন তেল বিতরণ করা হবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা, প্রতি কেজি মশুর ডালের দাম ৬৫ টাকা, অর্থাৎ ৪৬০ টাকা ব্যয়ে ০১ জন উপকারভোগী টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন।

আজ বৃহস্পতিবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে ১৬’শত ৫০ জন উপকারভোগীর কাছে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য ক্রয়-বিক্রয় করা হয়েছে।

উল্লেখ্য, অবশিষ্ট ইউনিয়ন গুলোতে পর্যায়ক্রমে বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় করা হবে।

1 thought on “গোবিন্দাসীতে উপকারভোগীদের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *