নারায়ণগঞ্জের সস্তা পুড়ে আগুন লেগে পুড়ে গেছে আটটি জুটের গোডাউন

নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকায় জুটের গোডাউনে আগুন। আজ বৃহস্পতিবার ২৪ মার্চ আনুমানিক ভোর ৫:১৫ মিনিট-এ এই অগ্নিকাণ্ড ঘটে।
হাজিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। টানা আড়াই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ইউনিট। কিন্তু ততক্ষণে পুড়ে যায় আটটি জুটের গোডাউন।
হাজিগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেশের বার্তাকে জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। উক্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বন্ধ রাখা হয় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের যানবাহন চলাচল। ফলে সৃষ্টি হয় যানজটের।

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.