যাত্রীবোঝাই লঞ্চকে ঠেলে ডুবিয়ে দেওয়া জাহাজ আটক, চালক পলাতক

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলামিন নগর কয়লা ঘাট এলাকায় এম এম আশরাফ উদ্দিন নামে একটি যাত্রীবোঝাই লঞ্চকে পেছন থেকে ঠেলে ডুবিয়ে দেওয়া রূপসী-৯ জাহাজটি আটক করেছে নৌ-পুলিশ।
রোববার (২০ মার্চ) বিকেলে নৌ-পুলিশের নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই ঘটনাটি ঘটিয়ে জাহাজটি মুন্সীগঞ্জ চলে যাওয়ার পর মেঘনা নদী থেকে সেটিকে আটক করা হয়। তবে এর চালক ও সুকানিদের আটক করা
যায়নি।
নৌ-পুলিশের নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আজ রোববার দুপুরে রূপসী-৯ জাহাজটি ওই লঞ্চটিকে ডুবিয়ে দিয়ে মেঘনা নদীতে যায়। সেখানে একটি ডকইয়ার্ডে জাহাজটি রেখে এর চালক ও সুকানিরা পালিয়ে গেছেন।
