8:15 AM, 13 November, 2025

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ২০ কি.মি. তীব্র যানজট

inbound6498182574678668980

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর থেকে বঙ্গবন্ধু-সেতু পূর্বপাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

বুধবার (১৬ মার্চ) সিরাজগঞ্জ অংশে পশ্চিম সেতুর উপর মালবাহী ট্রাক উল্টে যাওয়ায় ঢাকাগামী লেনের টোল আদায় বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে সেতুর উপর দুর্ঘটনার কারণে টোল আদায় বন্ধ করে দেওয়ায় যানজট সৃষ্টি হয়। পরে সকাল থেকে বেলা সাড়ে ৯টা পর্যন্ত যানজটের লাইন লম্বা হলে ধীরগতিতে যানবাহন চলাচল করে।

তিনি আরো বলেন, এরপর সকাল সাড়ে ১০টার পর থেকে সব ধরনের যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। এছাড়াও যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।

1 thought on “ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ২০ কি.মি. তীব্র যানজট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *