বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!

দীর্ঘ ১ বছরের প্রেমের সম্পর্ক ভাটা পড়ায় টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে প্রেমিকা। প্রেমিক জিহাদ (১৮) উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাজীগঞ্জ (খামখেয়ালী) গ্রামের মজিবুর রহমানের ছেলে।
গতকাল শনিবার (১২ মার্চ) সকাল ৯টায় ওই তরুণী (১৪) বিয়ের দাবিতে প্রেমিক জিহাদের বাড়িতে অনশন করেন।
স্থানীয়রা জানান, প্রায় ১ বছর ধরে এই মেয়েটির সঙ্গে জিহাদের প্রেমের সম্পর্ক। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় ওই তরুণী জিহাদের বাড়িতে এসে অনশনে বসেছে। আর তাদের বিষয়টি গ্রামের সবাই জানে।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর সাথে জিহাদের পরিচয় হয়। এরপরে দুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জিহাদ একাধিকবার শারীরিক সম্পর্ক করে। পরে ওই তরুণী জিহাদকে বিয়ের কথা বললে সে যোগাযোগ বন্ধ করে দেয়।
ওই তরুণী বলেন, জিহাদ আমার সাথে প্রতারণা করেছে। সে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এখন বিয়ের কথা বললে তালবাহানা করে। তিনি আরো বলেন, অনশন অবস্থায় আমাকে জোর করে কয়েকবার বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওরা আমাকে হুমকি-ধামকি দিচ্ছে।
সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, বিষয়টি শুনেছি। দুই পক্ষের লোকজনকে ডেকে সমাধান করা হবে।
সাগরদিঘী পুলিশ ফাঁড়ি এসআই নুরুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.