কালিহাতীতে হেরোইনসহ আটক-৩

টাঙ্গাইলের কালিহাতীতে ১ কোটি ১০ লাখ টাকার হেরোইনসহ (১ কেজি ১’শ গ্রাম) ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বুধবার (৯ মার্চ) বিকেলে উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন এলেঙ্গা বাসস্ট্যান্ডের ইউনিক ডিজিটাল হসপিটালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের দূর্গাপুর নয়াটোলার আঃ সাত্তারের স্ত্রী ফুলেরা বেগম আখি (৩৫), রাজশাহী গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচকের মুক্তার হোসেনের ছেলে সোলেমান আলী (৫০), সাদিকুল ইসলামের ছেলে মামুন আলী (১৯)।
র্যাব-১২, মিডিয়া অফিসার ও সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কালিহাতি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের ইউনিক ডিজিটাল হসপিটাল এর সামনে অভিযান চালিয়ে ১ কেজি ১’শ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.