12:29 AM, 13 November, 2025

নবাবগঞ্জে আলুর বস্তা বোঝাই ট্রাকের সঙ্গে সিমেন্ট গাড়ীর ধাক্কায় হেলপার নিহত

IMG_20220307_233542

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আজ সোমমবার (৭ই মার্চ) বিকাল আনুমানিক ৩.৩০ ঘটিকায় মাসুম(২৬) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
নিহতের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কাজিরচর গ্রামস্থ মোঃ আঃ গনি খাঁন এর ছেলে। স্থানীয় ভাবে জানা যায় যে, নবাবগঞ্জ থানাধীন পুটিমারা ইউনিয়নের চড়ারহাট নামক স্থানে সাদিয়া ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি আলুর বস্তাভর্তি ট্রাক দাড়ানো অবস্থায় ছিল। অপর দিকের দিনাজপুর থেকে ঢাকা গামী দ্রুত গতিতে আসা এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি গাড়ি আলুর বস্তাভর্তি দাড়ানো অবস্থায় থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ্যাংকর সিমেন্ট এর গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আলু ট্রাকটি উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই এ্যাংকর সিমেন্ট বহনকারী গাড়ির হেল্পার ভিকটিম মাসুম মৃত্যুবরণ করেন। আলুর ট্রাকের ড্রাইভারকে মুমূর্ষ অবস্থায় দলার দরগা হাসপাতলে ভর্তি করানো হযেছে। ঘটনার পরপরই এ্যাংকর সিমেন্ট কোম্পানির গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করন সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

3 thoughts on “নবাবগঞ্জে আলুর বস্তা বোঝাই ট্রাকের সঙ্গে সিমেন্ট গাড়ীর ধাক্কায় হেলপার নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *