1:24 PM, 13 November, 2025

ভারত আরও ১৮৩ শিক্ষার্থীকে দেশে ফেরাল

3

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে আটকেপড়া আরও ১৮৩ ভারতীয় শিক্ষার্থী আজ দেশে ফিরেছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, আজ আরও দুই হাজার ২০০ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে।

মূলত, ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ঝুঁকির মধ্যে আছেন ভারতের শিক্ষার্থীরা। সেইসঙ্গে সম্প্রতি হামলায় ভারতীয় এক শিক্ষার্থী নিহত এবং আরও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। সেজন্য নিজ দেশের জনগণকে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করেছে ভারত সরকার।

রোববার সকালে অপারেশন গঙ্গা হ্যাশট্যাগ দিয়ে এক টুইট বার্তায় মন্ত্রী জানান, আজ ইউক্রেনে আটকে থাকা ১৮৩ শিক্ষার্থী দেশে ফিরেছেন। আরও দুই হাজার ২০০ ভারতীয় আজকের মধ্যে দেশে ফিরবেন। সরকার সংঘাতপূর্ণ এলাকা থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করছে।

ইউক্রেনে যুদ্ধে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ নামে অভিযান চালাচ্ছে ভারত। এর আগে স্থানীয় সময় শনিবার ইউক্রেনের পিসোচিন শহর থেকে সব নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করে কিয়েভে ভারতীয় দূতাবাস।

নাগরিকদের উদ্ধারে রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ডের সীমান্তে পৌঁছেছে ভারতের একাধিক প্লেন। জানা গেছে, এ পর্যন্ত রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৭২৬ জন ভারতীয়। অপারেশন গঙ্গায় চারমন্ত্রীকে ইউরোপে পাঠিয়েছে ভারত। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, যুদ্ধ শুরুর পর থেকে গত এক সপ্তাহে দশ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থীকে উদ্ধার করেছে ভারত।

সূত্র: আনন্দবাজার।

2 thoughts on “ভারত আরও ১৮৩ শিক্ষার্থীকে দেশে ফেরাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *