10:11 PM, 12 November, 2025

করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

2

আজ রোববার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৫ জনের। মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন ৫২৯ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ।

এর আগে শনিবার (৫ মার্চ) দেশে করোনায় প্রাণহানি হয়েছে ১৩ জনের এবং নতুন করে আক্রান্ত হয়েছিল ৩৬৮ জন।

 

 

 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৪০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয় এও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ছয়জন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন, চট্টগ্রামের ২ জন এবং খুলনার ২ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

1 thought on “করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *