রাস্তায় পড়েছিল পুলিশ কর্মকর্তার লাশ

রাজশাহীর গোদাগাড়ীতে সড়কের পাশে থেকে পুলিশের এক উপ-পরিদর্শকের লাশ উদ্ধার করা হয়েছে।নিহত এসআইয়ের নাম নূর ইসলাম (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়।
গত শুক্রবার (৪মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে গোদাগাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল প্রস্তুত করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক)মর্গে পাঠানো হয়।
ওসি কামরুল ইসলাম বলেন, রাস্তার পাশে এসআই নূর ইসলামের মোটরসাইকেলটিও পড়েছিল। হেলমেটটি ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনও গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এসআই নূর ইসলাম গাছে ধাক্কা খেয়েছেন। এতে হেলমেট ভেঙে মাথায় আঘাত পাওয়ার কারণে মৃত্যু হয়েছে।
ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। ঊর্ধ্বতন কর্তৃক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ওসি কামরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে তিনি জেনেছেন, কয়েক দিন ধরে এসআই নূর ইসলাম ছুটিতে ছিলেন।
গভীর রাতে তিনি নির্জন সড়কটি দিয়ে কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম।

I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.